জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিচিয়
- অবস্থানঃ জেলা: ঢাকা, উপজেলা: সাভার, থানা: সাভার।
- মোট আয়তন: 697.56 একর
- প্রতিষ্ঠা: 20 আগষ্ট 1970
- উদ্বোধন: 12 জানুয়ারি 1971
- উদ্বোধক: বিয়ার অ্যাডমিরাল এস এম আহসান, তদানীস্তন পূর্ব-পাকিস্তানের গভর্নর ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর
- ক্লাশ শুরু: 04 জানুয়ারি, 1971
- উদ্বোধনী বিভাগ: অর্থনীতি, ভূগোল, গনিত ও পরিসংখ্যান
- উদ্বোধনী শিক্ষাবর্ষ: 1970-1971
- ১ম ব্যাচের মোট ছাত্র: 150 জন
চ্যান্সেলর
জনাব মোঃ আবদুল হামিদ
মাহামান্য রাষ্ট্রপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
ভাইচ চ্যান্সেলর
প্রফেসর ড. ফারজানা ইসলাম
প্রো-ভাইচ চ্যান্সেলর (প্রশাসন)
প্রফেসর ড. মোঃ আমির হোসেন
প্রো-ভাইচ চ্যান্সেলর (শিক্ষা)
প্রফেসর ড. মোঃ নূরুল আলম
ট্রেজারার
প্রফেসর শেখ মোঃ মনজুরুল হক
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)
রহিমা কানিজ
যোগাযোগ ঃ
ভাইচ চ্যান্সেলর : 7791033
প্রো-ভাইচ চ্যান্সেলর (প্রশাসন): 7791034
প্রো-ভাইচ চ্যান্সেলর (শিক্ষা) : 7791035
ট্রেজারার: 7791036
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত): 7791040
জাহাঙ্গীরনগরে বিদ্ধমান অফিসসমূহ
- রেজিস্ট্রার অফিস
- কম্পট্রোলার অফিস
- প্রকৌশল অফিস
- চিকিৎসা কেন্দ্র
- পরিকল্পনা ও উন্নয়ন অফিস
- জনসংযোগ অফিস
- শারীরিক শিক্ষা অফিস
- পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস
- অভ্যন্তরীণ অডিট অফিস
- ছাত্রকল্যাণ ও পরামর্শ দান কেন্দ্র
- ছত্র-শিক্ষক কেন্দ্র
- বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার
- বিজ্ঞান কারখানা
- পরিবহন অফিস
- আইসিটি সেল
- মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র
- বিএনসিসি ও রোভার স্কাউট
- ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ
- বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমিতি
No comments:
Post a Comment