পরিবহন অফিস
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
সাভার, ঢাকা।
মিশনের অগ্রগতি ঃ
১. পর্যাপ্ত পরিমাণ যানবাহনের ব্যবস্থা করা।
২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ক্রয়কৃত ২টি এসি মিনিবাস, ২টি ১৬ সিটের মাইক্রোবাস, ৩টি ১০ সিটের মাইক্রোবাস, ১টি এ্যাম্বুলেন্স পরিবহন পুলে সংযুক্ত হয়েছে। জুন ২০১৯ সালের মধ্যে উপ-উপচার্য মহোদয়ের জন্য ১টি জীপ, শিক্ষকগণের জন্য ২টি এসি মিনিবাস, ১টি ১৬ সিটের এসি মাইক্রোবাস, শিক্ষার্থীদের জন্য ২টি ৫২ সিটের বাস, ১টি ৩০ সিটের নন এসি মিনিবাস এছাড়াও ১টি পিক-আপ পরিবহন পুলে যুক্ত হওয়ার বিষয় চুড়ান্ত ছিল। তন্মধ্যে ২টি এসি মিনিবাস, ১টি ১৬ সিটের এসি মাইক্রোবাস, ১টি ৩০ সিটের নন এসি মিনিবাস ও ১টি পিক-আপ ১৬ জুলাই, ২০১৯ উদ্বোধন করা হয়েছে। আজ ১৬ অক্টোবর, ২০১৯ ৩টি বাস (২টি নতুন এবং ১টি মেরামতকৃত) শুভ উদ্বোধন করা হচ্ছে এবং দু’জন উপ-উপাচার্য মহোদয়ের ২টি জীপ (১টি ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ক্রয়কৃত) তাঁদেরকে বুঝিয়ে দেয়া হয়েছে।
২. প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োগ দেয়া।
ইউজিসি কর্তৃক ১০ টি পদ সৃষ্টি করা হয়েছে যার মধ্যে ৫টি ড্রাইভার (লাইট) পদের নিয়োগ প্রক্রিয়া ০৩-৪-২০১৯ তারিখে এবং ২টি ড্রাইভার (লাইট) পদের নিয়োগ ২৩-৫-২০১৯ তারিখে সম্পন্ন হয়েছে । অবশিষ্ট ৩টি পদের নিয়োগ অতিসত্তর সম্পন্ন করা হবে।
৩. বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় জ্বালানী সরবরাহ নিশ্চিত কল্পে পাম্প স্থাপন করা।
বিষয়টি প্রকিয়াধীন রয়েছে।
৪. সেবার মান বজায় রাখা।
(ক) যাতায়াতের সুবিধার্থে ঢাকায় অবস্থানরত শিক্ষকদের জন্য ৩টি নতুন রুট চালু করা হয়েছে।
(খ) মেরামতের জন্য ওয়ার্কসপে থাকা ৩টি বাসের মধ্যে ২টি পরিবহন পুলে সংযুক্ত হয়েছে এবং আরও ১টি
পরিবহন পুলে সংযুক্তির পথে।
(গ) এবারেই সর্বপ্রথম পরিবহন পুলের গাড়ীসমূহের মাইলেজ ও জ্বালানী নির্ধারণ করা হয়েছে।
(ঘ) পরিবহন গ্যারেজে (সুপারীতলায়) অতিথিদের জন্য আধুনিক টয়লেটসহ রেস্টরুম স্থাপন করা
হয়েছে। (সংযুক্তি-১)
(ঙ) পরিবহন অফিসের জন্যে নিজস্ব অফিস না থাকায় বিশমাইলে অবস্থিত পরিবহন ডিপোতে নতুন অফিস ভবন স্থাপনের
কাজ প্রায় সমাপ্তির পথে । (সংযুক্তি-২)
৫. অনলাইনে যানবাহনের রিকুইজিশন পদ্ধতির ব্যবস্থা করা কাজ।
এই প্রক্রিয়াটি অচিরেই শুভ উদ্বোধন করা হবে।
৬. যানবাহন এবং যাত্রীর নিরাপত্তার স্বার্থে সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য ভেহিকেল ট্রাকিং সিস্টেম চালু করার কাজ।
প্রক্রিয়াধীন রয়েছে (আজকে পরীক্ষামূলকভাবে ৫টি বাসকে এই প্রকিয়ায় আনা হবে)।
৭. আন্তর্জাতিক মানের পরিবহন পুলের অবকাঠামোসহ ওয়ার্কসপ আধুনিকায়ন করা।
অবকাঠামো আধুনিকায়ন করার জন্য নিম্ন লিখিত কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
(ক) বিশমাইলে অবস্থিত পরিবহন পুলে পরিবহন শেড নকশাসহ অনুমোদন করা হয়েছে যার কার্যক্রম শুর হয়েছে।
(খ) বাস ডিপোর সীমানা বর্ধিতকরণসহ এর সীমানা প্রাচীর সমপ্রসারণের কাজ চুড়ান্ত পর্যায়ে।
ওয়ার্কসপ আধুনিকায়ন করার জন্য নিম্ন লিখিত কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
(ক) নিজেদের সার্বিক তত্ত¡াধানে যন্ত্রপাতি ক্রয় এবং সংযোজন করা (পর্যাপ্ত পরিমাণে যন্ত্রপাতি না থাকাতে প্রয়োজনে বাইরের
উৎস থেকে সংগ্রহ করে জাবি পরিবহন ওয়ার্কশপকে যুগপোযোগী করার ব্যবস্থা করা-যা ২০২০ সালের মধ্যে শেষ করা সম্ভব হবে)।
(খ) ক্রয়কৃত মালামালের প্রয়োজন অনুযায়ী ব্যবহার জবাবদিহিতার মাধ্যম্যে নিশ্চিত করা হয়েছে।
(গ) নবনির্মিত পরিবহন পুলে আধুনিক সুযোগ সুবিধাসহ ওয়ার্কশপ, র্যাম্প এবং শেড স্থাপন করার বিষয়টি এই মাসেই চুড়ান্ত হচ্ছে।
(ঘ) পরিবহন পুলে আবাসিক সুযোগ সুবিধাসহ সার্বক্ষণিক একজন অফিসারের তত্ত¡াবধায়ন করার সুযোগ তৈরি করা হবে।
উপর্যুক্ত বিষয়গুলোতে আমাদের অগ্রগতি সম্ভব হয়েছে আমাদের সম্মানিত সহকর্মী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সুযোগ্য নেতৃত্বে ও নির্দেশনায়। আশা করি সামনের দিনগুলোতে সকলের সহযোগিতা ও মাননীয় উপাচার্যের সুযোগ্য নেতৃত্বে আমরা অধিকতর উন্নতির দিকে ধাবিত হতে পারবো।
অধ্যাপক ড. আলী আজম তালুকদার
ভারপ্রাপ্ত শিক্ষক
পরিবহন পুল, জাবি।
জাহাঙ্গীরগনগর বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের গাড়ী চলাচলের সময় সূচী(শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও পোষ্যদের জন্য)।
ছাত্র-ছাত্রীদের জন্য বাস চলাচলের সময়-সূচী
Wow
ReplyDelete